দুর্ভিক্ষের দেশকে যে সরকার খাদ্য উদৃত্ত দেশে পরিণত করেছে সে সরকার নিশ্চয় কৃষকের সমস্যার সমাধান দিবেন। কৃষকরা অবশ্যই তাদের উৎপাদিত পণ্যের দাম পাবেন এবং সে লক্ষ্যেই এ সরকার কাজ করে যাচ্ছে। এজন্য আমাদের কৃষিকে যান্ত্রিকিকরণ ও বাণিজ্যিকিকরণ করতে হবে। এছাড়া আমাদেরকে অভ্যন্তরীণ বাজারের সাথে সাথে উন্নত জাতের ফসল এবং নিরাপদ খাদ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে যেতে হবে।
অদ্য সকাল ১০.টায় বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আ. কা. মু. গিয়াসউদ্দিন মিলকী অডিটরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স, মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কৃষিবিদ মো. মোয়াজ্জেম হোসেন, মহাসচিব, বিসিএস (কৃষি) এসোসিয়েশন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোঃ আব্দুর রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ।